অভিন্ন ৬ নদীর পানিবণ্টনের তথ্য চায় বাংলাদেশ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

অনলাইন ডেস্ক ; বাংলাদেশ-ভারতের মাঝে প্রবাহমান ৬টি নদীর পানিবণ্টন সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে চেয়েছে বাংলাদেশ। নদীগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার মনু, মুহুরী ও গোমতী।

মঙ্গলবার (৫ জানুয়ারি) যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ছয়টি নদীর পানি প্রবাহের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। কেননা এসব নদীর পানি প্রবাহ নিয়ে অনেক তথ্য অজানা রয়েছে যা জানা প্রয়োজন। বিশেষ করে কোন নদীতে ভারতের কোন অংশে কত পানি রয়েছে, সেটা জানতে চেয়েছে বাংলাদেশ। এটা জানতে পারলে পানি বণ্টন করতে সহজ হবে। একই সঙ্গে বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির পর্যালোচনা করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের ব্যাপারে কথা বলেন এবং সুষ্ঠ পানি বণ্টনের জন্য তাগিদ দেন।

উল্লেখ্য, আগামী মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।