হাসিনা-মোদি শীর্ষ বৈঠকটি হতে পারে ২৭ মার্চ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষির্কী অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মার্চ মাসে ঢাকা আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শীর্ষ বৈঠকটি আগামী ২৭ মার্চ হতে পারে।

আর দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে বিভিন্ন বিষয় নিয়ে চারটি সচিব পর্যায়ের বৈঠক হবে। এগুলো হলো পানিসম্পদ সচিব, বানিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও নৌপরিবহন সচিব পর্যায়ের বৈঠক।

পানিসম্পদ সচিবদের বৈঠকটি দিল্লিতে এবং বানিজ্য, স্বরাষ্ট্র ও নৌপরিবহন সচিব পর্যায়ের বৈঠক তিনটি ঢাকায় অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার (৩১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লি সফর নিয়ে ব্রিফিংকালে এ তথ্য দেন।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তার সফরের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন।

মাসুদ বিন মোমেন গত ২৮ জানুয়ারি দিল্লি সফরে যান। রোববার সকালে দিল্লি সফর শেষে ঢাকায় আসেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, দিল্লি সফরকালে পানিবন্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী।

পররাষ্ট্র সচিব জানান, নরেন্দ্র মোদির সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বাংলাদেশ সফরে আসতে পারেন।