ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা মুসলমান নিখোঁজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে কয়কশ রোহিঙ্গা মুসলমান নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এসব রোহিঙ্গা মুসলমানকে প্রতিবেশী মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। উপকূলীয় শহর লকসিয়েমাওয়ের রোহিঙ্গা টাস্ক ফোর্সের প্রধান রিদওয়ান জামিল গতকাল (বৃহস্পতিবার) বলেন, “এসব রোহিঙ্গা কোথায় গেছেন আমরা তো জানি না।” লকসিয়েমাওয়ে শহরের কাছেই রোহিঙ্গা শরণার্থী শিবির প্রতিষ্ঠিত। রিদওয়ান জামিল বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্য হচ্ছে পালিয়ে যাওয়া; তারা সামান্য একটু সুযোগ পেলেই পালিয়ে যায়।” তিনি জানান, লকসিয়েমাওয়ে শহরের শরণার্থী শিবিরে এখন মাত্র ১১২ জন রোহিঙ্গা মুসলিম রয়েছেন অথচ গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই শরণার্থী শিবিরে প্রায় ৪০০ মুসলিম ছিলেন। ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, তারা অন্তত ১৮ জন রোহিঙ্গা শরণার্থীকে ওই শহর থেকে আটক করেছে। একই সঙ্গে সন্দেহভাজন আরো অন্তত এক ডজন পাচারকারীকেও সুমাত্রা দ্বীপের মেদান শহর থেকে আটক করা হয়। সাধারণত সুমাত্রা দ্বীপের এই পয়েন্ট দিয়ে ইদানিং মালয়েশিয়াতে মানুষ পাচার করা হচ্ছে। মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধ এবং তাদের সমর্থক সেনা বাহিনীর অত্যাচারে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তারা আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। Share this:FacebookX Related posts: কক্সবাজার থেকে ভারতে গিয়ে আটক ১৪ রোহিঙ্গা ইরানে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭ হিমবাহ ধস: উত্তরাখণ্ডে ১৪ লাশ উদ্ধার, নিখোঁজ ১৭০ বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ মাত্র ১৫ মিনিটেই হবে করোনা শনাক্ত সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! জেরুজালেমে দূতাবাস খুলছে কসোভো-সার্বিয়া বাংলাদেশের বিজয়ের খবর ফলাও প্রচার পায় মার্কিন গণমাধ্যমে মমতার দলে পদত্যাগের হিড়িক নেপথ্যে লোভ না কর্তৃত্ব মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জোরদার হচ্ছে ছাত্র-শিক্ষক আন্দোলন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শতনিখোঁজমুসলমানরোহিঙ্গা