বিস্ফোরণের ১৪ দিন পর ৯ শ্রমিক উদ্ধার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচীনে স্বর্ণখনি বিস্ফোরণের ১৪ দিন পর ৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে রুদ্ধশ্বাস অভিযানে খনি থেকে বের করে আনা হয় তাদেরকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে আরও অন্তত ২ জন জীবিত আছে বলে বিশ্বাস করা হচ্ছে।

উদ্ধারের পর পরই শারীরিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিকদেরকে। বাকিদের উদ্ধারেও চলছে সর্বাত্মক চেষ্টা। খনির দেয়ালে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয়েছে বের করার রাস্তা।

গত ১০ জানুয়ারি খনির অভ্যন্তরে বিস্ফোরণের পর আটকে পড়ে মোট ২২ শ্রমিক। এক সপ্তাহ পর ১২ জনের সাথে যোগাযোগে সক্ষম হয় উদ্ধারকারীরা। এদের মধ্যে মারা গেছেন একজন। বাকি ১০ জনের বিষয়ে এখনও কোনো খবর মেলেনি। এছাড়া জীবিতদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে।

সিসিটিভির একটি ফুটেজে দেখা যায়, প্রথম একজন মাইনরকে উদ্ধার করা হয়। সকালে একটি খালি খাদ থেকে তাকে তোলা হয়। উদ্ধারকৃত শ্রমিক অত্যন্ত দুর্বল ছিল, সিসিটিভি তার ওয়েইবো সাইটে জানিয়েছে। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার আগে উদ্ধারকর্মীরা তাকে কম্বলে জড়িয়ে রাখেন।

পরে, আহত একজনসহ আরও তিন শ্রমিককে খনিটির অন্য একটি বিভাগ থেকে বের করা হয়। যেখানে ১০ জনের একটি দল বেশ কয়েক দিন ধরে উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করেছিল। একই বিভাগ থেকে আরও তিনজনকে দুপুরের আগে এবং এর পরে আরও দু’জনকে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে দু’জন খনি শ্রমিককে হাঁটাচলা করতে দেখা গিয়েছিল

রাষ্ট্রীয় গণমাধ্যম আগে বলেছিল যে সাইটটিতে থাকা ৬০০ এরও বেশি উদ্ধারকর্তা রবিবার খনিটির আরেক প্রান্তে আট থাকা ১০ জনের কাছে পৌঁছানোর আশা করছেন। তাদের সবার স্বাস্থ্য ভাল আছে এবং উদ্ধারকর্মীদের পাঠানো খাবারও তারা গ্রহণ করছে।