ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন চলাচল ব্যাহত তীব্র যানজট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশা কারণে বুধবার রাতে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া রাস্তার কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হওয়ায় সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার একলাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার রাত থেকে সিরাজগঞ্জে বৃহস্পতিবারেও ঘনকুয়াশায় আচ্ছন্ন রয়েছে চারিদিক। যার কারনে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টোলপ্লাজা খুলে দিলে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। সংশ্লিষ্টরা জানায়, বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার পর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়। যার কারণে সেতুর উপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর পরে দেড়-থেকে দুই ঘন্টা বিরতী দিয়ে মাঝে টোলপ্লাজা বন্ধ এবং খুলে দেয়া হয় ফলে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শত শত যানবাহন ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টোলপ্লাজা পুরোপুরি খুলে দিলে মহাসড়কে কখনো থেমে থেমে কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করছে এর কারনে ভোগান্তিতে পড়েছেন বাসের যাত্রীরা ও যানবাহন চালকরা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বৃস্পতিবার সকালে খবরটির তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও নলকা সেতুর উপর একটি দুর্ঘটনা ঘটেছে। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। ট্রাফিক সার্জন সাইদুল ইসলাম জানান, ঘনকুয়াশার কারনেটেলা প্লাজা দেড়-থেকে দুই ঘন্টা বিরতী দিয়ে মাঝে টোলপ্লাজা বন্ধ এবং খুলে দেয়া হয় ফলে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।রাস্তার চারলেনে উন্নতী করণের কাজ চলছে এর ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মুলিবাড়ীতে রাস্তায় সলিং করায় অনেকটা সরু হয়ে পড়ায় যানবাহন স্বভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এর কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টোলপ্লাজা পুরোপুরি খুলে দিলে মহাসড়কে কখনো থেমে থেমে কখনো ধীরগতিতে গাড়ি চলাচল করছে। Share this:FacebookX Related posts: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র্যালি খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন সড়ক বন্ধে ভোগান্তিতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সরবরাহকারীরা চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার সালথায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ঘন কুয়াশায়তীব্র যানজটবঙ্গবন্ধু সেতুতেযানবাহন চলাচল ব্যাহত