করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের টিকা কিনতে এবং এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) । সংস্থটির সদস্য হিসেবে বাংলাদেশও এই সহযোগিতা পাবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেওয়া হয়।

এবিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া জানান, এডিবির সদস্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ, তাদের জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।

এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোবিন্দ বর বলেন, নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।