দেশে আটকা প্রবাসীদের আমিরাতে ফেরার সুযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ আন্তর্জাতিক ডেস্কঃ বিভিন্ন দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের অভিবাসী যারা ছয় মাসেরও বেশি সময় ধরে নিজ নিজ দেশে আটকা আছেন, তাদের ফেরার সুযোগ হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ছুটিতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়া প্রবাসীদের ফিরতে বলেছে আমিরাত সরকার। অভিবাসীদের প্রয়োজনীয় বৈধ আবাসিক ভিসা, রেসিডেন্স পারমিট এবং বিদেশি বিষয়ক জেনারেল ডিরেক্টর-দুবাই বা জিডিআরএফএ’র অনুমোদন থাকতে হবে। ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া আমিরাদের জনপ্রিয় দৈনিক পত্রিকা খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল বুধবার খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘আপনার সংযুক্ত আরব আমিরাতের বৈধ ভিসা আছে, কিন্তু, ১৮০ দিনেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন; তবে আপনাকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।’ এয়ার আরেবিয়া ওয়েবসাইটের বরাত দিয়ে এ বার্তা দেয় পত্রিকাটি। এছাড়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (এআইই) তাদের টুইটার অ্যাকাউন্টে একই বার্তা প্রকাশ করেছে। অবশ্য, টুইট পোস্টে দুবাই ফিরতে ‘অবশ্যই বৈধ ভিসা ও জিডিআরএফএ’র অনুমোদনের কথা বলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই নেতৃবৃন্দরা মনে করেন, ঘোষণাটি নিজ দেশে আটকে থাকা প্রবাসীদের জন্য একটি বিশাল সু-খবর। এখনো কয়েক হাজার প্রবাসী দেশে আটকে আছেন। তাই সুযোগটি সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তারা। দুবাইর যাত্রীদের অনুমোদন এর জন্য- https://amer.gdrfad.gov.ae/visa-inquiry এবং অন্য আমিরাতের ভিসাধারীরা নিম্ন বর্ণিত আইসিএ’র লিংক হতে টিকেট বুকিং দেওয়ার আগে তাদের অনুমোদন সংগ্রহের জন্য-https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity বলা হয়েছে। তবে, যাদের ভিসার মেয়াদ ১ মার্চ ২০২০’র আগে উত্তীর্ণ হয়েছে তারা ইউএই আসার অনুমোদন পাবেন না। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেমন হবে নতুন বাবরি মসজিদ পাকিস্তানে গার্মেন্টস ট্র্যাজেডি: ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা করোনা বিপর্যয়ের এক বছর, লাখ লাখ মানুষের প্রাণহানি সিনোফার্মের টিকা চীনে গণহারে ব্যবহারের অনুমতি নতুন যুগে যুক্তরাজ্য, ব্রেক্সিট পরবর্তী অধ্যায় শুরু নিউ ইয়ারের উৎসবে ১১ জনের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আমিরাতেদেশে আটকা প্রবাসীদেরফেরারসুযোগ