অভিন্ন ৬ নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক চলছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ অনলাইন ডেস্ক : অভিন্ন ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দু’দিনব্যাপী ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। আগামীকাল বুধবার বিকেল ৩টায় এ বৈঠক শেষ হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এ ছাড়া গঙ্গা ও তিস্তার পানি বন্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পরই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সে অনুযায়ী, জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেআরসির শীর্ষ পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। Share this:FacebookX Related posts: বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা ২০১৯ সালে সর্বোচ্চ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: অভিন্ন ৬নদীরপানি বণ্টন নিয়েবাংলাদেশ-ভারতবৈঠক চলছে