আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

নিউজ ডেস্ক :বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি বলেন, এই নারীনেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।

প্রধানমন্ত্রী আয়েশা খানমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অসুস্থ অবস্থায় শনিবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়েশা খানমকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।