বাজারে এলো দেশে তৈরি কেএন-৯৫ মাস্ক

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধী কেএন ৯৫ মাস্কের মাস্ক বাজারে নিয়ে এলো চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের অন্যতম প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মাস্ক বাজারজাতের প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি প্রফেসর ইকবাল আর্সলান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতোদিন কেএন-৯৫ মাস্কের কথা শোনা গেলেও, এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের এ মাস্ক। দেশের বাজারে এই মাস্ক বাজারে আনার মাধ্যমে একটি ইতিহাস তৈরি করছে জেএমআই। এজন্য জেএমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে করোনা প্রতিরোধ করায় ভাইরাস মোকাবিলায় এখন বিশ্বে শীর্ষ স্থানে থেকে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। চীনের উহানে যখন প্রথম কোভিড মহামারি শুরু হয়, তখন সেখানে ১০ লাখ হ্যান্ডগ্লাভস সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তায় দেয়ায় জেএমআইকে ধন্যবাদ জানান মন্ত্রী।