সঠিক সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ আশ্বস্ত করল ভারত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনার ভ্যাকসিন সঠিক সময়ে বাংলাদেশ পাবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয়েছে।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে করোনার টিকা দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে যথাসময়ে ভারত থেকে টিকা পাবে। ভারত যখন টিকা পাবে, বাংলাদেশকেও তখন করোনার টিকা সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট।

একই সঙ্গে ভারত-বাংলাদেশ পাবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অঙ্গীকার তারা পূরণ করবে।’

টিকার চুক্তিটি দু’দেশের সরকারের মধ্যে হয়েছিল কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমার জানা নেই। তবে টিকা যথাসময়ে আসবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলেছেন হয়তো এ মাসের শেষে আসবে।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদেরকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে, ভ্যাকসিনের বিষয়ে অন্য কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু যেহেতু একেবারে সর্বোচ্চ পর্যায় অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলাপ করে এটা হয়েছে, কাজেই বাংলাদেশ প্রথম টিকা পাবে। কোনো ধরনের নিষেধাজ্ঞা এখানে কার্যকর হবে না।’