নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ২৯ জনকে আসামি করে সিআইডির অভিযোগপত্র

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
ঘটনার প্রায় ৩মাস পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামানের কাছে এই অভিযোগ পত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক(ইন্সপেক্টর) বাবুল হোসেন। তবে আরো ৮জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র (সাপ্লিমেন্টরী চার্জশীট) দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তারা সবাই তিতাসের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন জানিয়েছেন, ঐ ৮জন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় সরকারের প্রয়োজনীয় অনুমতি স্বাপেক্ষে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। তারা হলেন, মো. সিরাজুল ইসলাম, মাহমুদুর রহমান রাব্বি, মানিক মিয়া, এসে এম হাসান শাহরিয়ার, মো. মনিবুর রহমান চৌধুরী, মো. আইয়ুব আলী, মো. ইসমাইল প্রধান এবং মো. হানিফ মিয়া।

এদিকে যাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে তারা হলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া (৬০), সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), আলহাজ্ব মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আব্দুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয় নি।

যা আছে চার্জশীটে
আদালত সূত্র জানায়, চার্জশীটে উল্লেখ করা হয়, ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আলোচিত বায়তুছ সালাত জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় ইবাদতরত ৩৭ জন মুসল্লীসহ ১ জন পথচারী অগ্নিদগ্ধ হয়। তারমধ্যে ৩৪ জন মুসল্লী ঢাকা মেডিকেল কলেজেন শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৪ জন এখনো নিজ নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকান্ডে মসজিদের এসি, থাইগ্লাস ও বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ব্যাক ক্ষয়ক্ষতি হয়। মামলাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ঘটনার ৫ দিন পর ১০ সেপ্টেম্বর ২০২০ মামলাটির তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। তদন্তকালে সিআইডি ক্রাইমসিনসহ ঘটনাস্থল পরিদর্শন করে, বস্তগত আলামত সংগ্রহ করে ও অগ্নিকান্ডের মূল কারন উদঘাটন করে। স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে দায়িত্বে অবহেলার জন্য তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন এর ফতুল্লা জোনের দায়িত্বরত ৮ জন কর্মকর্তা ও কর্মচারীতে গ্রেফতার করে সিআইডি। তাদেরকে ২ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে। ডিপিডিসির ১ জন মিটার রিডার, ২ জন ইলেকট্রিশিয়ানসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইলেকট্রিশিয়ান মোবারক ও রায়হান অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী প্রদান করে। তদন্তে মসজিদ কমিটির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অব্যাবস্থাপনার প্রমান পাওয়ায় মসজিদ কমিটির সভাপতি আঃ গফুরকে গ্রেফতার করা হয়।

সিআইডির তদন্তে অগ্নিকান্ডের মূল কারন উদঘাটন করা হয়। ঘটনার পূর্ব হতে প্রায় ৩ মাস যাবৎ মসজিদের পাশে তিতাস গ্যাস পাইপের লিকেজ হতে গ্যাস বের হয়ে মসজিদের ভেতরে জমা হতে থাকে। বাধাহীনভাবে গ্যাস উদগিরণ হয়ে মসজিদ গ্যাস চেম্বারে পরিণত হয়। ঘটনা ৭/৮দিন পূর্ব হতে গ্যাসের তীব্রতা বৃদ্ধি পেলে মুসল্লীরা বিষয়টি মসজিদ কমিটিকে জানায়। কিন্তু মসজিদ কমিটি কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। ঘটনার দিন এশার নামাজের সময় বৈধ বিদ্যুৎ লাইন চলে গেলে ম্যানুয়াল চেঞ্জওভারের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ লাইন চালু করা হলে বিদ্যুতের স্পার্ক হয়। তখন বিদ্যুতের স্পার্ক ও মসজিদে জমে থাকা গ্যাসের সমন্বয়ে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন অগ্নিদগ্ধ মুসল্লিদের অটোরিক্সা/রিক্সাযোগে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে বার্ণ ইউনিট না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় অগ্নিদ্বগ্ধ ৩৪ জন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং ০৪ জন মুসল্লি চিকিৎসা শেষে বর্তমানে বাড়ীতে আছেন। মসজিদ কমিটির সঠিকভাবে মসজিদ পরিচালনায় অবহেলা, অ-ব্যবস্থাপনা, উদাসীনতা, সঠিকভাবে রক্ষনাবেক্ষন না করা, কারিগরি দিক বিবেচনা না করে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঝুঁকিপূর্ণভাবে লাগানো, গ্যাসের উপস্থিতি পেয়েও ধর্মপ্রাণ মুসল্লীদের জীবনের নিরাপত্তার কথা না ভেবে তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নেয়া ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ (ডিপিডিসি) এর মিটার রিডিং কালেক্টর ও ইলেক্ট্রিশিয়ানদের মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া এবং ঝুঁকিপূর্ণভাবে মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের যন্ত্রপাতি স্থাপন করা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর কর্মকর্তা-কর্মচারীগণ ঘটনাইল এলাকার তিতাস গ্যাসের দায়িত্বে থেকে দায়িত্বে অবহেলা, গ্যাস লাইনের সঠিকভাবে তদারকি না করা, পাইপের লিকেজ মেরামত না করা, গ্যাস লাইন ঝুঁকিপূর্ণভাবে পিন/স্থানান্তর করার কারণে ভয়াবহ এই অগ্নিকান্ড সংঘটিত হয়ে ৩৪ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়ে নিহত ও ৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন বলে সিআইডির তদন্তে সাক্ষ্য প্রমান পাওয়া গেছে।

এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ নাসিরউদ্দিন জানান, তদন্ত গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরলসভাবে তদন্তকার্য পরিচালনা করে সিআইডি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়া সহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে সিআইডি। অভিযুক্ত আরও ৮ জন সরকারী কর্মকর্তা/কর্মচারী হওয়ায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা হবে।এর আগে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে পাঁচটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন। সেই তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে অনিয়ম ও গাফিলতির নানা তথ্য।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় পর্যাক্রমে ৩৪ জন মসুল্লির মৃত্যু হয়।