‘জানুয়ারির মাঝামাঝিতে ভ্যাকসিন পেতে পারি’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের অ্যাস্ট্রেজেনেকার তৈরি ভ্যাকসিন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিসিপিএস অডিটরিয়াম হলে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ডাটা মিডিয়া ব্লুমবার্গের প্রতিবেদনে বাংলাদেশের সম্মানসূচক স্বীকৃতি অর্জন উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন আনতে গত ৫ নভেম্বর সরকার চুক্তি করছিল। আজ যুক্তরাজ্য সরকার সেই অক্সফোর্ড ভ্যাকসিন রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য সুখবর। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হওয়া মাত্রই সেটি ভারতের পাশাপাশি আমরাও পেয়ে যাবো। তিনি আরও বলেন, এরপর আগামী জুন মাসের মধ্যেই গ্যাভী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আরও ৫-৬ কোটি ডোজ ভ্যাকসিন দেশে চলে আসবে। মন্ত্রী উল্লেখ করেন, ভ্যাকসিন ট্রায়ালে অংশ না নেওয়ায় ১৮ বছরের নিচে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষকে ও অন্তঃসত্ত্বা প্রায় ৩৫ লাখ মায়েদের ভ্যাকসিন দেওয়া না লাগলে ৫-৬ কোটি ভ্যাকসিন প্রয়োগেই দেশ অনেকটা নিরাপদ হবে বলে আশা করা যাচ্ছে। এ সময় ব্লুমবার্গের স্বীকৃতিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্লুমবার্গ কেবল দেশের অর্থনৈতিক সফলতা দেখেই রিপোর্টটি করেনি। প্রতিষ্ঠানটি করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জনবল, অবকাঠামো, টিকাদান সক্ষমতা, চলাফেরা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ অন্তত ১০টি মেট্রিক্স বিবেচনা করে এই ফলাফল ঘোষণা করেছে। কাজেই এই ফলাফল আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তবে এই ফলাফলে আত্মতুষ্টিতে না ভুগে আরও গতিশীলভাবে কাজে নেমে পড়তে হবে বলে উপস্থিত চিকিৎসকদের জানান। Share this:FacebookX Related posts: অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল পরিবার পরিকল্পনা অধিদফতরের নতুন ডিজি শাহান আরা আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী সঠিক সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ আশ্বস্ত করল ভারত প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ‘জানুয়ারিরভ্যাকসিন পেতে পারি’মাঝামাঝিতে