জুতা চুরি নিয়ে পাল্টাপাল্টি হামলায় আহত ১২

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরের সোনাকর নতুন বাজার এলাকার সোনাকর বায়তুল ফালা জামে মসজিদে জুতা চুরি নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মোট ১২ জন আহত হয়েছেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজের পরে মসজিদ চত্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের রাসেল মসজিদ থেকে বের হয়ে তার জুতা পাচ্ছিলেন না। আদনান, দিপু, ওয়াদুদ নামের কয়েকজনকে সন্দেহ করেন তিনি। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে বাড়ি থেকে লোকজন নিয়ে এসে আদনানদের উপর আক্রমণ করেন রাসেল। এ সময় আহত হন ফারুক, দীপু, ওয়াদুদ, শামীম। পরে আদনানের লোকজনও পাল্টা আক্রমণ করে। এতে ওই পক্ষের আব্দুল ওহাব মাস্টার, স্বপন, রুবেল ও রাসেল আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী মোঃ বাচ্চু মিয়া। এ সময় তাকেও আঘাত করেন রাসেল। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের এক পক্ষকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া জন্য আনা হলে জরুরি বিভাগের সামনেই দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। সেখানে আহত হন রোকেয়া খাতুন ও শম্পা আক্তার নামে দুই নারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এম এ সাঈদ বলেন, এক পক্ষকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় অন্য পক্ষ এসে করে হামলা চালায়। পরে হাসপাতালের কয়েকজন উভয় পক্ষকেই শান্ত করতে চেষ্টা করে।

এ ঘটনায় রাত ৯টার দিকে ওই মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মাস্টার বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন যায়যায়দিনকে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।