ডিবি পুলিশ পরিচয়ে ২৪লাখ টাকা ছিনতাই: আটক ১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে পরীক্ষিত বালা (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে সংঘবদ্ধ চিতনাইকারী চক্র। স্বর্ণ ব্যবসায়ীকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ফেলে রেখে যায়। এ ঘটনায় রিপন হাওলাদার (৪৫) নামে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপরে আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীর রিপন হাওলাদারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভোক্তভোগী পরীক্ষিত বালা একজন স্বর্ণ ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত বালা নগদ টাকা নিয়ে দোকানের মালামাল কিনতে ঢাকার তাতীবাজার যাচ্ছিলেন। পথে বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে এবং মাক্রোবাস থেকে ২/৩ জন ব্যক্তি নেমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তাকে গাড়ীতে উঠতে বলে। কিন্তু ব্যবসায়ী পরীক্ষিত বালা রাজী না হওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা রিপন হাওলাদার নামের একজনকে আটক করে গণধোলাই দেয়। তবে এসময় বাকিরা স্বর্ণ ব্যবসায়ীকে গাড়ীতে তুলে নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়কে পাশে ফেলে রেখে যায়। এদিকে, স্থানীয়দের হাতে আটক ছিনতাইকারী রিপনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, ভোক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত বালার দাবী তার কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় শ্রমিককে গণধর্ষণ, আটক ১ সাংবাদিক সুমনের ওপর হামলা, আটক ১ গজারিয়ায় মাদকসহ আটক ১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ২৪লাখ টাকা ছিনতাইআটক-১ডিবি পুলিশ পরিচয়ে