ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা খুন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের মারধর থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে তার বাবা নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবুর খন্দকার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সবুজ খন্দকার জানান, গত ১৬ ডিসেম্বর সকালে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে চর বয়রাগাদী ব্রীজের সামনে একই এলাকার আবুল হোসেন, নাসির উদ্দিন, কবির হোসেন, জাকির হোসেন, আমান উল্লাহ, সৈয়দ রিফাত, মোকছেদুল, ফয়সাল, দেলোয়ার, মহসিন, মোহাম্মদ আলী আফজালসহ তাদের বিশাল সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে মারধর করতে থাকে। খবর পেয়ে বাবা, মামাতো ভাই স্বপন ও মামী ছামিরুন নেছা আমাকে উদ্ধার করতে এগিয়ে আসে। তখন সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাথারী কোপায়। এ সময় আমার বাবা হাতে ও পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এলাকাবাসী ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমাদের সবাইকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, চিকিৎসা নিয়ে আমরা ৩ জন কিছুটা সুস্থ হলেও বুধবার সকালে বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছি।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আহত মজিবুর খন্দকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।