দুই ভারতীয়সহ আটক ১৪

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে দুই ভারতীয় নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একাশিপাড়ার কাশেম মিয়ার ইট ভাটা সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয়রা হলেন, মোছা. জোহরা (২৮) ও রিমা আক্তার রিপা (১৪)। তারা ভারতের বানিয়ান জেলার রামমোহন থানার মোহমুংগীত গ্রামের বাসিন্দা। বাকি ১০ জনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিমচ রচ্যাংগা গ্রামে ও দু’জনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পশ্চিমকুল গ্রামে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধ ভাবে দু’দেশের সীমানা অতিক্রম করার অভিযোগে আটক করা হয়েছে। পরে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করা হয়।