পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই এর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুলাল রায় (৪০) নামে পুলিশের এক এএসআই এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চৌরাস্তার পশ্চিম পাশে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০.৩০ মিনিটে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর এলাকায়। তিনি ওই এলাকার হলেসর চন্দ্র রায়ের ছেলে। সে পার্শবর্তি জেলা ঠাকুরগাঁও সদর থানায় এএসআই হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই দুলাল রায় তার কর্মস্থল ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বোদা থেকে দেবীগঞ্জ আসার সময় লক্ষীরহাট চৌরাস্তা মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক পিছন থেকে দুলালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল রায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল বারী এবং দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ট্রাকে স্পৃষ্ট হয়ে এএসআই দুলাল রায় এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।