জাতীয় শ্রমিক লীগের সভাপতি মন্টুর মৃত্যুতে পাবনা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের শোক

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনার কৃতি সন্তান জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।এক বিবৃতিতে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম জানান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ছিলেন একজন দক্ষ ও জনপ্রিয় শ্রমিক নেতা। তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থ উদ্ধারে নিরলস ভাবে আমাদের সাথে কাজ করেছেন।

এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।