হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে টাকা আত্মসাৎ, আদালতের সমন জারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ নিউজ ডেস্ক :এক হিজড়ার সঙ্গে প্রেমের অভিনয় করে তার দেড় লাখ টাকা আত্মসাৎ করায় ঈশা খাঁ নামের এক প্রেমিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন এ সমন জারি করেন। মামলা সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার ওই হিজড়ার নাম জুঁই। তিনি ২০১৭ সালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার দলের সঙ্গে থাকতেন। ওই সময় প্রেমিক ঈশা খাঁ বসুন্ধরা কমিউনিটি সেন্টারে চাকরি করতেন। একই এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এই বন্ধুত্ব একপর্যায়ে প্রণয়ে রূপ নেয়। একদিন জরুরি প্রয়োজনের কথা বলে তিন মাসের জন্য দেড় লাখ টাকা ধার নেন ঈশা খাঁ। চলতি বছরের ৯ সেপ্টেম্বর প্রেমিক ঈশা খাঁর কাছে টাকা চাইলে তিনি কোনো টাকা নেয়নি বলে জানান। পরে স্থানীয়ভাবে বিষয়টির সুরাহা না করতে পেরে আজ রোববার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে একটি মামলা দায়ের করেন জুঁই। পরে আদালত ঈশা খাঁর বিরুদ্ধে সমন জারি করেন। প্রতারণার শিকার জুঁই কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকা নেয়ার আগে ঈশা খাঁ আমার সঙ্গে সুন্দর করে কথা বলতেন। নিজের জমানো টাকা ধার দিয়ে সেই টাকা চাওয়ায় এখন আমার সঙ্গে মোবাইলে কথাও বলতে চান না। দেখাও করেন না।’ বাদীপক্ষের আইনজীবী এস এম তৌফিক হোসেন মুন্না বলেন, ‘তৃতীয় লিঙ্গের জুঁইয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ঈশা খাঁ দেড় লাখ টাকা আত্মসাৎ করে প্রতারণা করেন। এ ঘটনায় জুঁই বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা করেন। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।’ Share this:FacebookX Related posts: শিক্ষার্থীদের আমরা এক হাজার করে টাকা দেব : প্রধানমন্ত্রী পাত্র চাই’ বিজ্ঞাপনে প্রতারণা, ৩০ কোটি টাকা আত্মসাৎ শাশুড়ির শত কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ আ.লীগ নেতা কারাগারে সবজি চাষ করে বছরে ৬ লাখ টাকা আয় চট্টগ্রামে গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ, ৫ যুবক গ্রেফতার শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে ভুটানের সঙ্গে চুক্তি হচ্ছে ডাকাতির মামলায় পুলিশসহ ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড প্রেমের টানে ভারত থেকে সুনামগঞ্জে এলো তরুণী ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২৪৪৯ টাকা ভরিতে ২৪৫০ টাকা কমল স্বর্ণের দাম নামাজে যাওয়ার পথে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা SHARES Matched Content সারা বাংলা বিষয়: অভিনয়আত্মসাৎআদালতেরকরেজারিটাকাপ্রেমেরসঙ্গেসমনহিজড়ার