বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃসারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই এই অদৃশ্য ভাইরাস কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। আক্রান্তও হচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

করোনা নিয়ে আপডেট দেয়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৪৮৮ জন।

আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৫৩৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৯১৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৬৫ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৩৬৫ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯০টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।