বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃবাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা (৮৪) আর নেই। বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতরগুলো বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।