সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ অনলাইন ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের প্রথম কার্যদিবস শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ নভেম্বর) সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকারপ্রধান সাক্ষাৎ করেন। সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় করোনাভাইরাসসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম। সূত্র: বাসস Share this:FacebookX Related posts: রাষ্ট্রপতির সাথে বিদায়ী আইজিপির সাক্ষাৎ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: সঙ্গে প্রধানমন্ত্রীরসংসদ ভবনে রাষ্ট্রপতিরসাক্ষাৎ