দেশের যেসব এলাকায় তুমুল বৃষ্টির খবর

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

অনলাইন ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২৩ অক্টোবর) দেশের বেশ কিছু জায়গায় তুমুল বৃষ্টি হতে পারে।

তাদের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে আরও কিছু জায়গায় অতিভারী বর্ষণ হতে পারে।

এ জায়গাগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকা; যেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে আগামী ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ শুক্রববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ১মিনিটে।