সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ নিউজ ডেস্ক :আগামী রোববার (৮ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ১১তম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। সংসদ অধিবেশন নির্বিঘ্নতা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার শান্তি -শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞায় ৭ নভেম্বর শনিবার রাত ১২ টা থেকে বিশেষ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন এলাকায় সব ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণ সৃষ্টি করতে পারে এমন দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ। Share this:FacebookX Related posts: ‘মুজিববর্ষ’ উদযাপনে ২২-২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন সংসদের শীতকালীন অধিবেশন শুরু রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করলো নৌবাহিনী বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ল ৭ দিন সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল সংসদ লেকে ভাসানো হলো বাংলার ঐতিহ্যের ২ নৌকা ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফ্লাইট শুরু ২৯ ডিসেম্বরে সংসদ অধিবেশন শুরু মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ পবিত্র শবে বরাত ৯ এপ্রিল SHARES Matched Content জাতীয় বিষয়: এলাকায়নিষেধাজ্ঞামিছিলসমাবেশেসংসদসাময়িক