ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; অল্পক্ষণ বৃষ্টিতেই রাজধানীর মতিঝিলে মূল সড়কে পানি উঠে গেছে। সোমবার সবচেয়ে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গভীর সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও স্থানীয়ভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর সঙ্গে দমকা হাওয়াও ছিল। এ কারণে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। ঢাকায় সকাল সাড়ে ১০টা থেকে ১১টা মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ঢাকায় স্থানভেদে কোথাও ভারী, কোথাও মৃদু বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীর মতিঝিল, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়, লালমাটিয়া, আসাদগেট, গ্রিনরোড, সোনারগাঁও মোড়, রামপুরা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। Share this:FacebookX Related posts: ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে মুজিববর্ষের আয়োজন ঢাকায় ইন-আউট বন্ধ করছে পুলিশ ঢাকায় পৌঁছেছে চীনের মেডিকেল টিম ঢাকায় লকডাউন নিয়ে যা বললেন তাপস ঢাকায় গোলাগুলিতে ‘কসাই রাজিব’ নিহত ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাসপাতালে ভর্তি ইউএনও ওয়াহিদা ঢাকায় আজও থাকছে গরম ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন সেরামের ৫০ লাখ টিকা ঢাকায় SHARES Matched Content জাতীয় বিষয়: ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতঢাকায়