ঢাকায় পৌঁছেছে চীনের মেডিকেল টিম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত। ১০ সদস্যের বিশেষজ্ঞ দলের অধিকাংশই চীনের হাইনান প্রদেশের চিকিৎসক। তারা বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষ কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও নমুনা পরীক্ষা কেন্দ্র সরেজমিন পরিদর্শন করবেন। এ ছাড়া তারা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে এই মহামারি বিষয়ে বিশদ আলোচনা করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন। চীন দূতাবাস জানায়, বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগে চীনা মেডিকেল বিশেষজ্ঞ দলটি পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তারা বাংলাদেশে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির দিকে দৃষ্টি রেখেছেন। তারা বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশের জনগণের জন্য যথার্থ উদ্যোগ ও পরামর্শ কী হবে সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, মহামারির বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে অধিকতর দক্ষভাবে যোগাযোগ ও সহযোগিতার জন্য তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। তারা আশা করছেন, এ দেশের চিকিৎসকদের সঙ্গে তাদের ভালো যোগাযোগ হবে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, চীন এর আগে বেশকিছু দেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা দিয়ে আসছে। বাংলাদেশে করোনা মহামারি শুরুর পর থেকে চীনের চিকিৎসকদের সহযোগিতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচিত হচ্ছিল। গত ২০ মে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে বাংলাদেশে চীনা বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তাব দেন। করোনার বিরুদ্ধে সর্বাত্নক লড়াইয়ে চীনের প্রেসিডেন্ট সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন। চীন দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে চীনের বিশেষজ্ঞ মেডিকেল দলটি আজ ঢাকায় এসেছে। ওই দলটির ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের চিকিৎসায় উলে্লখযোগ্য সাফল্য আছে। Share this:FacebookX Related posts: ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে মুজিববর্ষের আয়োজন ঢাকায় ইন-আউট বন্ধ করছে পুলিশ গ্রেফতার শাহেদ ঢাকায় ঢাকায় গোলাগুলিতে ‘কসাই রাজিব’ নিহত ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাসপাতালে ভর্তি ইউএনও ওয়াহিদা ঢাকায় আজও থাকছে গরম ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন সেরামের ৫০ লাখ টিকা ঢাকায় SHARES Matched Content জাতীয় বিষয়: চীনের মেডিকেল টিমঢাকায়পৌঁছেছে