ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ভারতের ১৭ তম হাইকমিশনার হয়ে আসছেন বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে তাদের নতুন হাইকমিশনার নিয়োগের কথা জানায়।

বিক্রম কুমার ভারতের পররাষ্ট্র সার্ভিসের (আইএফএস) ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন।

বিক্রম দোরাইস্বামী বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিগগিরই ঢাকায় তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

ঢাকা থেকে বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিচ্ছেন।