সেরামের ৫০ লাখ টিকা ঢাকায়

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে কেনা করোনা ভাইরাসের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে ভ্যাকসিনগুলো আনা হয়।
বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।

এরপর সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় ভ্যাকসিনবাহী মিনি কাভার্ড ভ্যানগুলো নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

গত ২১ জানুয়ারী ভারতের উপহার হিসেবে প্রায় ২০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। আর সেরাম থেকে ৬ মাসে ৩ কোটি টিকা কেনার চুক্তি হয়েছে।