ঢাকায় ইন-আউট বন্ধ করছে পুলিশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর বাইরে থেকে কাউকে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে কারও বের হওয়া বন্ধে উদ্যোগ নিয়েছে পুলিশ। সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল ) পুলিশের মুখপাত্র সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে গতকাল শনিবার ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক নানাভাবে ঢাকায় প্রবেশ করার পর আজ এই উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ। সোহেল রানা বলেন, ‘এরই মধ্যে যারা ঢাকার বাইরে থেকে ঢাকার দিকে যাত্রা শুরু করেছেন, তাদের আমরা আটকে দিয়েছি এবং নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দিয়েছি। এ ছাড়া নতুন করে জড়ো হয়ে কাউকে ঢাকার দিকে রওনা হতে দিচ্ছি না আমরা।’ পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশের এই মুখপাত্র বলেন, ‘আমাদের হাইওয়ে পুলিশ, রেঞ্জ পুলিশ ও জেলা পর্যায়ের পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। কোনোভাবেই যেন কোথাও লোক জড়ো না হয়, সেটি নিশ্চিত করার ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি।’ এদিকে, করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছুটি আরও তিন দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটি বর্ধিত করার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ এপ্রিলের এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল তারিখ সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সাথে সংযুক্ত থাকবে।’ Share this:FacebookX Related posts: ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে মুজিববর্ষের আয়োজন ঢাকায় পৌঁছেছে চীনের মেডিকেল টিম গ্রেফতার শাহেদ ঢাকায় ঢাকায় গোলাগুলিতে ‘কসাই রাজিব’ নিহত ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা ঢাকায় ভারতীয় হাইকমিশনার হলেন বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাসপাতালে ভর্তি ইউএনও ওয়াহিদা ঢাকায় আজও থাকছে গরম ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় আজও তাপমাত্রা বাড়তে পারে ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন সেরামের ৫০ লাখ টিকা ঢাকায় SHARES Matched Content জাতীয় বিষয়: ইন-আউটঢাকায়বন্ধ করছে পুলিশ