মসজিদে বিস্ফোরণ: আজ আরও দুজনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোরে মারা যান আবদুল আজিজ (৪০) এবং দুপুরে মারা যান ফরিদ (৫৫)। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার এ দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ফরিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩৩ জন মারা গেছেন। এখন বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। Share this:FacebookX Related posts: মসজিদে বিস্ফোরণ: তিতাসের গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: এমডি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: আজ আরও দুজনের মৃত্যুমসজিদে বিস্ফোরণ