মসজিদে বিস্ফোরণ: আজ আরও দুজনের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোরে মারা যান আবদুল আজিজ (৪০) এবং দুপুরে মারা যান ফরিদ (৫৫)। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার এ দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে ফরিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩৩ জন মারা গেছেন। এখন বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা দিয়ে বাসায় ফিরেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।