দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০ নিউজ ডেস্ক : দুর্গাপূজার ছুটি তিনদিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (ঢাকা জেলা)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায়ের সদস্যরা পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য সারাবছর এই দিনের অপেক্ষায় থাকেন। কিন্তু দুঃখের বিষয়, দুর্গাপূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র এক দিনের ছুটি থাকে, সেটাও বিজয়া দশমির দিন। যার ফলে কারও পক্ষেই পরিবার পরিজনের সঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ থাকে না। তারা আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি দুর্গাপূজায় তিনদিনের ছুটির দাবিটি উপেক্ষিত অবস্থায় আছে। তাই আমরা আশা করছি, আসন্ন দুর্গাপূজায় নির্বাহী আদেশের মাধ্যমে তিনদিনের ছুটি ঘোষণা করে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে সংশ্লিষ্টরা। মানববন্ধনে হিন্দু মহাজোট ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মন, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দফতর সম্পাদক সুমন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: মসজিদে বিস্ফোরণ নাকি নাশকতা তা তদন্ত করা হবে : ওবায়দুল কাদের জাতিসংঘের ৩ সংস্থায় নির্বাচিত বাংলাদেশ দেশজ প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হবে : প্রধানমন্ত্রী ২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে আগামী ৩ দিনে কমতে পারে রাতের তাপমাত্রা অপহরণের ৩ দিন পর অপহৃতসহ তিন অপহরণকারী আটক আরও ৩ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরির আহ্বান ‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার SHARES Matched Content জাতীয় বিষয়: ৩করাছুটিদিনদুর্গাপূজারর দাবি