আগামী ৩ দিনে কমতে পারে রাতের তাপমাত্রা প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ নিউজ ডেস্ক :সারাদেশে আজ (শুক্রবার) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরাঞ্চলে। দেশের অন্য এলাকায় রাতের মাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে আরও কমতে পারে রাতের তাপমাত্রা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কয়েক জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’ ক্রমশ দূর্বল হয়ে বর্তমানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও দূর্বল হয়ে পড়বে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে, ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। Related posts: আরও ৩ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ আন্টার্কটিকাকেও ছাপিয়ে গেল কাশ্মীরের তাপমাত্রা আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, থাকবে তিনদিন চলেই এল শীতকাল চলতি মাসে আরও দুটি তীব্র শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনে বাড়বে তাপমাত্রা রাত কাঁপাবে শীত! শীতে বিপন্ন জনজীবন, ঠাণ্ডায় কাঁপছে বাংলাদেশ মার্চেই তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি রাজধানীতে শীতের আমেজ শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর SHARES Matched Content জাতীয় বিষয়: ৩আগামীকমতেতাপমাত্রাদিনেপারেরাতের