পঞ্চগড়ে শ্লীলতাহানীর অভিযোগে গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার গ্রেফতার

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে রফিকুল ইসলাম (৪০) নামে গ্রামীণ ব্যাংক তেঁতুলিয়া শাখার ম্যানেজারকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
তেঁতুলিয়া উপজেলা সদরের কলোনীপাড়া আদর্শ গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

রফিকুল ইসলাম দু’বছর ধরে তেঁতুলিয়া গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত আছেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দাপাড়া এলাকায়। তার বাবার নাম আইনুল হক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত দু’বছর ধরে রফিকুল তেঁতুলিয়ায় গ্রামীণ ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে ভুক্তভোগী ওই নারী গ্রামীণ ব্যাংকের একজন সদস্য। বছর খানেক আগে তাদের পরিচয় হয়। সে সুবাধে কয়েকদিন আগে রফিকুল তাকে বাসা ভাড়া নেওয়ার ব্যাপারে সহযোগিতা চায়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিকুল ওই নারীর বাড়ি গিয়ে নুডুলস খেতে চান। কিন্তু ভুক্তভোগী ঘরে ডিম নেই জানালে রফিকুল ওই নারীর মেয়েকে ডিম আনতে বলেন। তার কথা শুনে ওই নারী তার মেয়েকে ডিম আনতে পাশের দোকানে পাঠান। এসময় ওই নারীকে একা পেয়ে কুপ্রস্তাব দিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন রফিকুল। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান, আটককৃত ওই ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারীর স্বামী। আটক রফিকুলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টটম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।