হালুয়াঘাটে বজ্রপাতে এক জনের মৃত্যু

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

এম,এ মালেক হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের সেন্টএনড্রোজ মিশন উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে আবু বাক্কার (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ফুলপুর উপজেলার জগিরগুহা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

জানা যায়, শনিবার সকালে নিহত আবু বাক্কার ফুলপুর উপজেলার জগিরগুহা গ্রামের নিজ বাড়ি থেকে হালুয়াঘাট পৌরশহরের পশ্চিম মনিকুড়া গ্রামের মাংস বিক্রেতা এমারত হোসেনের (মামার বাড়ি) বাড়িতে বেড়াতে আসে। পরে বাড়ি সংলগ্ন পৌরশহরের সেন্টএনড্রোজ মিশন উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘাটে গোসল করতে এলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন বলে জানান।