করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ নিউজ ডেস্ক :সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। হাসপাতালে ৩৭ জন, বাড়িতে দুইজন এবং মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। Share this:FacebookX Related posts: করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২ করোনায় ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, নতুন ১৯৫০ রোগী শনাক্ত করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭৬ করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬৬ করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪০ করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৫ করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪ করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৬ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮ করোনায় আরও ৩৬ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০ SHARES Matched Content জাতীয় বিষয়: ২৪৪০আরওকরোনায়ঘণ্টায়জনেরমৃত্যু