নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের মসজিদের ভেতরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত অর্ধশত মুসল্লি দগ্ধ ও ১৯ জনের মৃত্যুর ঘটনায় চোখের পানি ফেলছে নারায়ণগঞ্জবাসী। এমন একটি দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছে না। মসজিদের ভেতরের এ দুর্ঘটনার পেছনে যাদের গাফিলতি রয়েছে তাদের কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। এদিকে রহস্যময় এই বিস্ফোরণের ঘটনা শুধুই কি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। খোদ স্থানীয় এমপি শামীম ওসমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এটি তদন্তের আগে কোন পারসেপশন তৈরী করবেন না। এটি নাশকতা না দুর্ঘটনা কোনটিই বলবো না তবে নাশকতার বিষয়টিও ফেলে দিবো না। তাই এই ঘটনার গভীর তদন্ত হতে হবে। অপরদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনও বলেছেন, নাশকতার বিষয়টিও আমরা মাথায় রেখেই তদন্ত করছি। কোন এঙ্গেলই আমরা বাদ রাখবো না। এদিকে গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বিদ্যুৎ বিভাগের কারো গাফিলতি থাকলে তার চাকরী থাকবে না এবং সাথে সাথে কঠোর ব্যবস্থাও নেয়া হবে। নসরুল হামিদ বলেন, আমি দেখলাম এখানে অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছে। কোনো অঘটন ঘটলে আমরা সবাই সচেতন হই। গুটিকয়েক অফিস নিয়ে সারাদেশের সার্ভিস সম্ভব নয় জনগণ যদি সহযোগিতা না করে। এদিকে এই ঘটনায় ৪টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, বিদ্যুত বিভাগ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ চারটি আলাদা তদন্ত কমিটি করা হয়েছে। অপরদিকে শনিবার বিকাল থেকে মৃতদের লাশ আসতে থাকে এলাকায়। স্থানীয় স্কুল মাঠ নামেন পরিচিত খোলা জায়গায় একের পর এক লাশ আসতে থাকলে হৃদয়বিদারক দৃশ্যেও অবতারণা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা ৭টা) ১৯জনের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), জুয়েল (৭), জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবির (৭০), কুদ্দুস বেপারী (৭০), ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), রাসেল (৩০), জয়নাল, মাইনউদ্দিন (১২), নয়ন(২০), কাঞ্চন হাওলাদার(৫০)। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মসজিদের বিস্ফোরণ ‘নাশকতার’ আশংকা শামীম ওসমানের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গভীর তদন্ত চেয়েছেন স্থানীয় এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, ‘এটা দুর্ঘটনা বা নাশকতা আমি কোনটিই বলবো না। কিন্তু আমি নাশকতার বিষয়টিকেও ফেলে দিচ্ছি না। আমার আশংকা এটা।’ শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টায় শামীম ওসমান মসজিদ পরিদর্শন আসেন। তিনি মসজিদের ভেতরে ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটিকে তুচ্ছভাবে দেখার সুযোগ নাই। এটা ছোট কোন জিনিস না। শুধু গ্যাসের কারণেই এত বড় বিস্ফোরণ ঘটেছে এটাকেই প্রাধান্য দিয়েই শেষ করা যাবে না। কারণ এর আগে ২০০১ সালের ১৬ জুন আমাদের উপরেও বোমা হামলার ঘটনা ঘটেছে। সে কারণেই আমি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি কোন এক্সপার্ট না। আমি সে কারণেই এক্সপার্টদের দিয়ে গভীরভাবে তদন্তের কথা বলছি। রাসায়নিক পরীক্ষা করতে পারে এ ধরনের লোকজনদের সম্পৃক্ত করা উচিত। এটা এসির বিস্ফোরণ কি না সেটাও তদন্ত করা উচিত। তবে সচরাচর এসির গ্যাস সিলিন্ডার থাকে বাইরে। সেটা ভেতরে বিস্ফোরণের কথা না। তাছাড়া গ্যাসের কথা বলা হচ্ছে। যদি এতই গ্যাসের রিজার্ভ থাকতো তাহলে সেটা তো মাগরিবের সময়ে কিংবা এশার আগে দরজা খোলার কারণে বের হয়ে যেত। আমি সরজেমিন এসব দেখে আমার মনের মধ্যে বার বার বিষয়টি উঠে আসছে যে গভীর তদন্ত প্রয়োজন। এক্সপার্টদের তদন্ত দরকার।’ আমরা তদন্ত কোন কিছুই এড়িয়ে যাবোনা- ফায়ার সার্ভিস ডিজি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে মসজিদের তল দিয়ে গ্যাসের একটি পাইপ রয়েছে। ওই পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভেতরে গ্যাস জমে যায়। এর মধ্যে এসি চলার কারণে মসজিদের ভেতরে সবগুলো জানালা ও দরজা টাইট করে বন্ধ ছিল। ফলে নির্গত গ্যাস বের হতে পারেনি। বিস্ফোরণের আগে কেউ হয়তো বাতি বা বিদ্যুতের কিছু জালানোর সময়ে স্পার্ক করে। সেই স্পার্ক থেকেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে সেটার কারণে এসি ও বাইরের ট্রান্সফরমারেও আগুন ধরতে পারে। তিনি বলেন, নাশকতার বিষয়টিও আমরা এড়িয়ে যাচ্ছিনা। তদন্তে সেটিও মাথায় রাখা হবে। নিচে নেমে দেখি সবার শরীরে আগুন- আহত প্রত্যক্ষদর্শী রাত সোয়া ৮ টায় এশার নামাজ অনুষ্ঠিত হয়। অনেক মুসল্লি অন্যান্য নামাজ আদায় করছিলেন। আমি তখন নামাজ শেষ করে মসজিদের দ্বিতীয় তলায় আছি। এসময় বিকট আওয়াজ হয়। আমি বিদ্যুত চলে যাওয়ায় আটকে পড়ি। কিছুক্ষণ পরে আমি নেমে দেখি ভেতরে ৪০ জনের মতো সবার শরীরে আগুন। এসময় পুরো মসজিদ ধোয়া”ছন্ন হয়ে ছিল। আমি জুতের বক্স দিয়ে থাইগ্লাস ভাঙ্গি। পরে সবাই সেখান দিয়ে বেরিয়ে বাইরে পানিতে গড়াগড়ি করে। সবাই শরীরেই আগুন ছিল। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ কথা জানান ঘটনার সময় নামাজ পড়ে মসজিদের দ্বিতীয় তলায় বসে থাকা পটুয়াখালীর গলাচিপায় হাজী মোহাম্মদ নসু খানের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম। কাজের সন্ধানে নারায়ণগঞ্জে কিছুদিন আগে এসে এ মেসে উঠেন তিনি। তিনি জানান, নামাজের সময় আগেই আমরা গ্যাসের গন্ধ পেতাম। রুমে আমি ঢোকার পরেই বিস্ফোরণ হয়। পরে নিচে নামার পর সবার দেহেই আগুন দেখি। কি যে ভয়ংকর সেই দৃশ্য। সবাই যন্ত্রণায় কাতরা” ছিলেন। মৃত্যু যন্ত্রণা তারা দেখেছেন, আমরাই বাইরে থেকে দেখেছি। অসহ্য চিতকারে আশেপাশের মানুষ এসে আমাদের হাসপাতালে নেয়। বক্তব্য দেওয়ার সময় দেখা যায় তার চেহারায়ও দগ্ধ হওয়ার চিত্র। সড়কে পানি থাকায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স সব আসতে দেরি হয়েছে। বিস্ফোরণে সহোদার ২ কলেজ ছাত্র নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সাব্বির (২১) ও যোবায়ের (১৮) নামের দু’সহোদর কলেজছাত্র নিহত হয়েছে। তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কর্মচারী নুরুদ্দিনের ছেলে। শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের সময়ে দুইজনই মসজিদে নামাজ আদায় করছিলেন। তারা নিয়মিত ওই মসজিদেই নামাজ আদায় করেন। এ দুইজনের মৃত্যুতে সরকারি তোলারাম কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে সাব্বির সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জুবায়ের ও তার ভাই সাব্বির নারায়ণগঞ্জ কলেজের ছাত্র। দগ্ধ দুই ছেলের সঙ্গে শুক্রবার রাত থেকে হাসপাতালে আছেন বাবা নূরউদ্দিন। তার বড় ছেলে মো. সাব্বিরের (২১) মৃত্যুর খবরটি জানতে পারলেও ছোট ছেলে যুবায়েরের খবর জানেন না তিনি। নুর উদ্দিন বলেন, বড় ছেলে মো. সাব্বির নারায়ণঞ্জের একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করতেন। আর তার ছোট ছেলে নারায়ণগঞ্জের তোলারাম কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনার সময় বড় দুই ভাইয়ের সঙ্গে তার ছোট ছেলে ইয়াসিনও (১২) ছিল। তারা তিনজনই এক সঙ্গে নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিলেন। তবে ইয়াসিন পেছনের সারিতে দাঁড়ানোর কারণে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ায় সে সুস্থ আছে। কান্না করতে করতে নুর উদ্দিন বলেন, ছোট ছেলে যুবায়েরের মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আমাদের এখনো কেউ কিছু বলেনি। আমরাও জানার চেষ্টা করছি। তবে হাসপাতালের ভেতরে ঢুকতে পারি না। স্কুলে ভর্তি হয়ে লাশ হলো যুবায়ের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শনিবার ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা পর্যন্ত যে ১২ জনের মৃত্যুর মধ্যে একজন জুবায়ের নামের এক শিশু রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহাজারি করে কাঁদছিলেন নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু জুবায়ের-এর মা। তাকে ঘিরে আছে তার আত্মীয়-স্বজনেরা। একটু এগিয়ে গিয়ে কথা হলে জুবায়েরের মা রাইমা আক্তার জানান, রাতে বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল জুবায়ের। এরপর বিস্ফোরণের ঘটনায় তারা দুজনেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে জুবায়ের মারা যায়। তার বাবা জুলহাসও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জুবায়েরের বাবা-মা দুজনেই নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করেন। জুবায়ের থাকতো নানির বাড়ি, পটুয়াখালিতে। গত ঈদে বাবা-মা তাকে নিয়ে আসেন নিজেদের কাছে। এর মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। কান্নাজড়িত কণ্ঠে জুবায়েরের মা বলেন, “রাতে আমার ছেলের সাথে শুধু একটু খানিকই কথা হলো। আমাকে বললো আম্মু পানি খাবো। আমি পানিও খাওয়ালাম। এরপর ডাক্তাররা ওখানে থাকতে না দিলে আমি নিচে চলে আসি। রাত ১টার দিকে একজন এসে বললো ‘আপনার ছেলেকে তো আনতে হবে।’ আমি বললাম কেন? সে কেমন করে যেন বললো ‘ও তো ভালো হয়ে গেছে!’ আমি তখনই বুঝলাম, ওর অবস্থা তো ওতটাও ভালো ছিল না যে ও ভালো হয়ে যাবে! এরপর জানতে পারলাম ও আর নেই। আমারে এখন কে মা বলে ডাকবে, কে দুষ্টুমি করবে আমার সাথে! ওর বাবার অবস্থাও ভালো না। আমি কি নিয়ে বাঁচবো?” Share this:FacebookX Related posts: মসজিদে জামাতে নামাজ পড়ার অনুমতি ঈদুল আজহার নামাজও মসজিদে আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: নারায়ণগঞ্জেবিস্ফোরণেমসজিদেমৃতের সংখ্যা বেড়ে ১৯