৪০ বছরের কর্মজীবনের শেষ দিনটি রঙীন হল কনস্টেবল আবু হানিফের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০ অনলাইন ডেস্ক : ১৯৮০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেছিলেন সৈয়দ মোঃ আবু হানিফ। চার দশক নিবেদিত থেকেছেন মানুষের সেবায় ও নিরাপত্তায়। ক্লান্তিহীন দীর্ঘ পথ পরিক্রমণ শেষে অবসরোত্তর ছুটিতে গমনকালে চাটখিল থানা পুলিশ আয়োজন করে এক বর্ণাঢ্য ‘বিদায় সংবর্ধনা’র। পুলিশ সুপার নোয়াখালী মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হানিফের হাতে তুলে দেন প্রীতি উপহার, ক্রেস্ট ও লাম্প গ্র্যান্ট চেক। সাধ্যের সবটুকু দিয়ে দেশ-দশের সেবা করার বিনিময়ে একজন সরকারী কর্মচারী যে সব সুবিধাদি প্রাপ্য হন, ‘লাম্প গ্র্যান্ট’ তার একটি। পেনশন, গ্র্যাচুইটি, লাম্প গ্র্যান্ট ও অন্যান্য প্রাপ্তিসমূহ মুঠোয় পুরতে দেশের সেবায় যৌবন, জীবন ক্ষয় করা মানুষগুলোকে প্রৌঢ়ত্বে এসে ঘুরে বেড়াতে হয় টেবিলে টেবিলে। শারীরিক ও মানসিক হয়রানি থেকে পরিত্রাণ দিতে অবসরোত্তর ছুটিতে গমনের দিনেই নগদে লাম্প গ্র্যান্ট চেক তুলে দিয়ে সংস্কার, কল্যাণ ও সেবার আরেকটি নজির সৃষ্টি করলেন মোঃ আলমগীর হোসেন। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ শাহজাহান শেখ, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা মোঃ গিয়াস উদ্দিন ও চাটখিল থানার সর্বস্তরের সদস্যবৃন্দ। সপরিবারে সৈয়দ মোঃ আবু হানিফকে নৈজভোজে আপ্যায়নের পর ফুল-সজ্জিত সরকারী গাড়িতে সেনবাগ থানাধীন তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জীবনের শ্রেষ্ঠ সময়টুকু সেবাব্রতে নিবেদন শেষে শেষ জীবনে একজন পুলিশ সদস্যের এমন সমাদৃত বিদায় খুব বেশি বাগাড়ম্বর নয়। বাংলাদেশ পুলিশে তার ক্লান্তিহীন অকুন্ঠ অবদানের সামান্য স্বীকৃতি মাত্র। সুখকর ও পরিতৃপ্তির পরিসমাপ্তি তো তার প্রাপ্যই। Share this:FacebookX Related posts: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সভা-র্যালি খালেদা জিয়ার বাসভবনে জীবানুনাশক স্প্রে মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৪০ বছরের কর্মজীবনেরকনস্টেবল আবু হানিফেররঙীন হলশেষ দিনটি