জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল। বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর জেলার সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষ সরকারের কাছে দ্রুত ও কার্যকরী সেবা প্রত্যাশা করে। কিন্তু অনেক সময় প্রত্যাশিত সেবা না পেয়ে সাধারণ জনগণকে অনিয়ম ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। কিন্তু মনে রাখতে হবে, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল। তাই জনগণকে হাসিমুখে যথাযথ সেবা প্রদান করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে দেশের, মানুষের সেবায় কাজ করে যেতে হবে, যাতে দেশের সকল স্তরের মানুষ যথাযথ আইনগত সহায়তা পায়। একটি কার্যকরী ও সময়োপযোগী আইনি সহায়তা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্যসহ জেলার বিভিন্ন স্তরের আইন কর্মকর্তারা বক্তব্য দেন। Share this:FacebookX Related posts: প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী খুলনা, চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিন দিনে ই-পাসপোর্টের জন্য ২ হাজার আবেদন প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্তের সংখ্যা ৮৮ প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়’ অগাস্টে ৩৮৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৯ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা তরুণদের চাকরি দিয়ে দেশে রাখা হবে: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: জনগণের সঙ্গেদুর্নীতির শামিলদুর্ব্যবহার