বেনাপোলে ডাচ-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক শাখা উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল ছোট আঁচড়া মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের “ফাস্ট ট্র্যাক” এর শাখা উদ্বোধন করেন শাখা ম্যানেজার মোঃ মফিজুর হাসনাত। ডাচ-বাংলা ব্যাংকের বেনাপোল শাখা ম্যানেজার মফিজুর হাসনাত বেনাপোল বাসীকে ফাস্ট ট্র্যাক বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমাদের প্রত্রিকার মাধ্যমে জানাতে আজ শনিবার ১৫ ই আগস্ট কথা গুলি তুলে ধরেন। বেনাপোল শাখা ম্যানেজার মফিজুর হাসনাত বলেন, ডাচ-বাংলা ব্যাংকের “ফাস্ট ট্র্যাক” সহজ ও ঝামেলাহীন একটি ব্যাংকিং পদ্ধতি তা আজ আর কারোই অজনা নেই।মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখন শাখাহীন বিকল্প ব্যাংকিং চ্যানেল ব্যবহারে প্রবণতা বেড়েছে।একটি ফাস্ট ট্র্যাক এ ৬-১২টি এটিএম এর সঙ্গে যুক্ত করা হয়। এতে ডিপোজিট মেশিন রয়েছে যেখানে গ্রাহক নগত ক্যাশ,চেক,রিফান্ড ওয়ারেন্ট,ডিভিডেন্ড ওয়ারেন্ট ইত্যাদি জমা দিতে পারবেন।বর্তমানে গ্রাহকরা তাদের ডেবিট/ক্রেডিট কার্ড এর চেক বইয়ের জন্য অনুরোধ করতে পারবেন এবং ডেলিভারি নিতে পারবেন। ডাচ-বাংলা ব্যাংকের শাখা ম্যানেজার আরো বলেন, বেনাপোল বাসীর জন্য সপ্তাহে ৭ দিন “ফাস্ট ট্র্যাক” এর মাধ্যমে নগত টাকা জমা নেওয়া হয়। শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং অন্যান্য দিন গুলিতে সকাল ৮ট থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে এই ফাস্ট ট্র্যাক ব্যাংকিং। Share this:FacebookX Related posts: একদিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু চিতলমারীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন আবারও বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হলো আমদানি-রফতানি বানিজ্য বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৮ ট্রাক পাটের বীজ আমদানি বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্থবির ৭৫ দিন পর বেনাপোল-পেট্রাপোল বন্দর সচল শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শতভাগ পাওনা পরিশোধের মাধ্যমে চালু হবে খুলনার সাত পাটকল বেনাপোল রেলপথে চলবে আমদানি-রফতানি কার্যক্রম ভারতে পদ্মার ইলিশ পাঠানোর আগেই পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত চলতি বছরে বেনাপোল রেলপথে ২৬১ কোটি টাকা রাজস্ব আয় বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ডাচ-বাংলা ব্যাংকফাস্ট ট্র্যাকবেনাপোলেশাখা উদ্বোধন