রাজাপক্ষের পরিবারই এখন শ্রীলঙ্কার সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির নবগঠিত মন্ত্রিসভায় রাজাপক্ষের পরিবারের আরও তিন সদস্যকে স্থান দেয়া হয়েছে। এতে করে রাজাপক্ষের পরিবারই এখন শ্রীলঙ্কার সরকার! প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল বুধবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। তাঁর ভাই মাহিন্দা রাজাপক্ষে এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তাঁর আরেক ভাই চামাল রাজাপক্ষেকে কৃষিমন্ত্রী করা হয়েছে। আর ভাতিজা এবং মাহিন্দার ছেলে নামাল রাজাপক্ষেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সপ্তাহে শ্রীলঙ্কায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে রাজাপক্ষেদের দল। ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি আসন পেয়েছে দলটি। এরপর নতুন এই মন্ত্রিসভা গঠন করা হলো। এই মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী থাকছেন ২৬ জন। আনাদোলু বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আর উপমন্ত্রী থাকছেন ৪০ জন। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো থাকছে রাজাপক্ষে পরিবারের নিয়ন্ত্রণে। মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থ, নগর উন্নয়ন এবং বৌদ্ধধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ পদ বিচারমন্ত্রী করা হয়েছে গোতাবায়ার আইনজীবী আলী সাবরিকে। গোতাবায়ার বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা হয়েছিল, তখন তাঁর আইনজীবী হিসেবে কাজ করেছিলেন আলী সাবরি। মাহিন্দা রাজাপক্ষে এর আগেও প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া প্রেসিডেন্টও ছিলেন তিনি। এবারের মন্ত্রিসভায় রাজাপক্ষে পরিবারের জয়জয়কার এবং প্রেসিডেন্টের দায়িত্বে গোতাবায়া থাকায় দেশটির রাজনীতিতে পরিবারতন্ত্র আরও সুসংহত হতে যাচ্ছে। কারণ, রাজাপক্ষের পরিবার থেকে এবার পাঁচজন আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভার এই তিনজন ছাড়াও আইনপ্রণেতা হয়েছেন চামালের ছেলে সাসিন্দ্রা এবং ভাতিজি নিপুনা রানাওয়াকা। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনায় বিশ্বব্যাপী গড় মৃত্যুঝুঁকি কমছে হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: এখনপরিবারইরাজাপক্ষেরশ্রীলঙ্কার সরকার