পঞ্চগড়ে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন ও বিতরণ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বোদা উপজেলায় গাছের চারা রোপন ও বিতরণ এর উদ্বোধন এবং দুস্থ্যদের মাঝে ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে চেক বিতরণ করলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সভাপতি রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন।

৫ অগাস্ট (বুধবার) দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বরে বোদা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের হাতে গাছের চারা বিতরণ করেন এবং দুস্থ্য অসহায় হিন্দু ও মুসলিম ২০জন ব্যক্তিদের মাঝে প্রত্যেকে ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন রেলপথ মন্ত্রী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আল মামুনুর রশিদ, মন্ত্রীর ছেলে ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ।

মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করে গাছের চারা বিতরণ কার্যক্রনের উদ্বোধন করলেন।