রাজশাহী বিভাগে একদিনে করোনা আক্রান্ত ৬৭ জন, সুস্থ্য ২৫৮ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। এসময় রাজশাহীতে দুইজন, চাঁপাইনবাবগঞ্জে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৫৮ জন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৪০২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, জয়পুরহাট ১ জন ও বগুড়ায় ৩২ জন। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৯৫৮ জন। এছাড়াও রাজশাহী জেলায় ৩ হাজার ৩২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৮৭ জন, নওগাঁয় ৯৫৮ জন, নাটোরে ৫৪৪ জন, জয়পুরহাটে ৭৬২ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৪৭২ জন ও পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৮৩ জন। এর মধ্যে রাজশাহীতে ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ হাজার ৪০২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৮ জন, নওগাঁয় ৭৮৩ জন, নাটোরে ২২৬ জন, জয়পুরহাট ২০৮ জন, বগুড়ায় ৩ হাজার ৪৮৭ জন, সিরাজগঞ্জ ৫২১ জন ও পাবনায় ৪৩৭ জন। Share this:FacebookX Related posts: দেশের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়ন হয়নি : নাসিম চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু বঙ্গবন্ধু রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির ডাক দিয়েছিলেন : পলক সাপাহার মডেল সরকারি বিদ্যালয়ের সেরা সাফল্য:২৬ জনের বৃত্তি লাভ রাজশাহীতে জমে উঠছে বানেশ্বর আমের হাট নওগাঁয় সেনাবাহিনীর বিনামূল্যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ রাজশাহীতে কাঁচা রাস্তায় যেন মরণফাঁদ চাঁপাইনবাবগঞ্জে র্র্যাবের বিশেষ অভিযানে রাইস-মিলে ধান গুদামজাতের দায়ে জেল/জরিমানা আত্রাইয়ে গ্রামীণ সড়ক রক্ষাণাবেক্ষণ কার্যক্রম শুরু বহুমুখী সমস্যা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটের মুখে মৃৎ শিল্প পাট চাষীদের মাঝে সার ও কীটনাশক বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: