স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন নেতাদের সাক্ষাৎ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর গুলশানে বেসরকার সাহাবুদ্দিন মেডিকেল কলেজে র্যাবের অভিযানের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) নেতারা। সোমবার (২০ জুলাই) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে বিপিএমসিএ চেয়ারম্যান মবিন খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে। রাজধানীর গুলশানের বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানের পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিপিএমসিএ নেতৃবৃন্দ। পরে বিপিএমসিএ সভাপতি মবিন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা ছয় জন গিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার মতো আলোচনা হয়েছে।’ প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে রোববার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে সেখানে অনুমোদনহীন করোনা পরীক্ষার প্রমাণ মেলে। অভিযানে র্যাপিড টেস্ট কিট দিয়ে অ্যান্টিবডি টেস্টের প্রমাণ পায় র্যাব, যা এখনও বাংলাদেশেই অনুমোদন পায়নি। অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টকে করোনা পরীক্ষা দেখিয়ে রোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অর্থ। অথচ পরীক্ষা না করায়; গত ১৩ জুলাই হাসপাতালটির করোনা টেস্টের অনুমোদন বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হাসপাতালটির সহকারী পরিচালকসহ দুজনকে আটক করা হয়। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক SHARES Matched Content জাতীয় বিষয়: নেতাদের সাক্ষাৎবেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে