রামুতে ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ইয়াবাসহ এক সিএনজিচালককে আটক করা হয়েছে। শনিবার রাত ৭টা ৪০টার দিকে রামু সেনানিবাসের এসএসডি এমপি চেক পোষ্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্যরা তাকে আটক করা হয়।
আটককৃত সিএনজিচালক নজি আলম উপজেলার তেচ্ছপুর গ্রামের বাসিন্দা।

সেনানিবাস সূত্রে জানা যায়, রামু-মরিচ্যা রোডে গমনাগমনকারী সকল যানবাহনসমূহ সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিত ভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা থেকে রামুগামী সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামিকে আটককৃত সিএনজি ও ইয়াবাসহ রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।