একদিনেই বেড়ে গেলো করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৯৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৩৭ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৬১ জন। গত বুধবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ২৪ জনের। শনাক্ত হয়েছিলেন দুই হাজার ১৫৯ জন। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১২টি, জিন-এক্সপার্ট ১৮টি, র্যাপিড অ্যান্টিজেন ১০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬৪৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩২৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে মৃত ১৯ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে ৩ জন রয়েছেন। হাসপাতালেই মারা গেছেন ১৯ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দু’জন, ৪১ থেকে ৫৯ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৯৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৩ হাজার ৫৩৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮০ হাজার ৯২৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৬১০ জন। গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়। একই ভাবে শুরু হয় গণপরিবহন চলাচল। কিন্তু মাদ্রাসা বাদে শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। Share this:FacebookX Related posts: করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ দেশে করোনায় নতুন করে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪১ করোনায় দেশে ৫৪ চিকিৎসক আক্রান্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নতুন শনাক্ত ২১৯ জন করোনায় দেশে নতুন মৃত্যু ১৫, শনাক্ত ২৬৬ করোনায় একদিনে হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ করোনায় মৃত্যু স্থিতিশীল করোনায় সুস্থতার হার ৭৯.৩২ শতাংশ করোনায় মৃত্যু ৬ হাজার ৯০০ ছাড়াল করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ দেশে করোনায় আরও ৩০ মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আক্রান্তের সংখ্যাএকদিনেইকরোনায়বেড়ে গেলো