টিকা নিলেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকরোনার টিকা নিলেন স্বাস্থ্যসচিব মো. আব্দুল মান্নান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে এই টিকা নেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

এর আগে সকাল নয়টার দিকে করোনার টিকা নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। তারপরই বিশ্বিবদ্যালয়ের প্রো-ভিসি, বিভিন্ন বিভাগের প্রধানরা, সিনিয়র চিকিৎসকরা টিকা নিয়েছেন।

দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের পরদিন পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতাল। এসব হাসপাতালে আজ সারাদিন ৫০০ জন করোনার সম্মুখ যোদ্ধাদোর টিকা দেয়ার কথা রয়েছে।