ভ্যাকসিন নিয়ে গবেষণা শেষের আগেই উৎপাদন শুরু! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধের অব্যর্থ অস্ত্র আবিষ্কারে এখনও চলছে বিস্তর গবেষণা। বিভিন্ন দেশই করোনা ভাইরাসের ওষুধ, প্রতিষেধক আবিষ্কারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের মধ্যেই খানিকটা এগিয়ে ব্রিটিশ বিদ্যালয় অক্সফোর্ডের গবেষণার কাজ। তাদের পরীক্ষালব্ধ প্রতিষেধকই বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেছে তাদেরই এক বাণিজ্যিক প্রতিষ্ঠান। যার নাম ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। করোনা মোকাবিলায় অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকটি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে বলে দাবি বিজ্ঞানীদের। যদিও এই প্রতিষেধক প্রয়োগে যে ১০০ শতাংশ করোনা মোকাবিলা করা যাবে, সেই নিশ্চয়তা এখনও মেলেনি। তবু যেভাবে গোটা বিশ্বকে কাবু করেছে করোনা, তাতে প্রতিষেধক হাতে পেতে আর বিলম্ব সহ্য হচ্ছেনা অনেকের। ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca) তাই গবেষণা শেষ হওয়ার আগেই শুরু করে দিয়েছে উৎপাদন। অ্যাস্ট্রাজেনেকার প্রধান কর্মকর্তা পাস্কাল সরিয়ট জানিয়েছেন, এরই মধ্যে ভ্যাকসিনটির উৎপাদন শুরু করা হয়েছে। যদি এটা ১০০ শতাংশ সফল হয়ে যায়, তাহলে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে সাধারণের নাগালে চলে আসবে। অক্সফোর্ডের আবিষ্কৃত ওষুধটি কতটা সফল, তা জুলাই মাসেই চূড়ান্ত ভাবে জানা যাবে। অক্সফোর্ডের প্রতিষেধকটির ১০০ শতাংশ সাফল্য নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তারা মনে করছে, সাফল্য শুধু সময়ের অপেক্ষা। তারপরই উৎপাদনের তোড়জোড় শুরু করতে হবে। কিন্তু আগে থেকেই সেই কাজ খানিকটা এগিয়ে রাখতে চাইছেন তারা। এই কাজে অ্যাস্ট্রাজেনেকাকে সাহায্য করবে ভারতের পুনের সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সংস্থার টার্গেট, সেপ্টেম্বরের মধ্যে ২০০ কোটি ওষুধ উৎপাদন করা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বেশ সমালোচনা শুরু হয়েছে। গবেষণা শেষে চূড়ান্ত ফলাফল জানার আগেই কেন ওষুধ উৎপাদনের কাজে হাত লাগাল অ্যাস্ট্রাজেনেকা, এ নিয়ে প্রশ্ন উঠছে। Share this:FacebookX Related posts: বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ মাত্র ১৫ মিনিটেই হবে করোনা শনাক্ত ‘চীন তথ্য গোপন করায় এই মহামারি’ ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান লাগামহীন ভাবে ভারতে করোনার সংক্রমণ বাড়ছে ব্রাজিলের পথে হাঁটছে ভারত যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জোরদার হচ্ছে ছাত্র-শিক্ষক আন্দোলন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: উৎপাদন শুরু!গবেষণা শেষের আগেইভ্যাকসিন নিয়ে