করোনাজয় করে ফুল হাতে বাড়ি ফিরলেন ২৩ পুলিশ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ২৩ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে পুলিশের ২৯৮ সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল ছাড়ার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ২৩ পুলিশ সদস্যের পরপর দুবার করোনাভাইরাস টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা নিচ্ছেন।

আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিঅ্যান্ডআইএম এবং নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

করোনাভাইরাসে এখন পর্যন্ত পুলিশের মোট এক হাজার ৮৭৮ সদস্য আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন সাতজন।