পাবনায় বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : পাবনা সদর উপজেলার জালালপুর বাজার হতে নাজমুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। সে রাজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে জনৈক যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে জালালপুর বাজারে। র‌্যাব সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে।

এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনের মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে বলে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার।